যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি)
খাগড়াছড়ির জেলা রামগড় উপজেলার টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনায় বাংলাদেশ সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও মদ জব্দ করা হয়েছে।
২২ ডিসেম্বর শুক্রবার ভোরের দিকে রামগড় পৌরসভাধীন মন্দির ঘাট নামক স্থানে ভারত – বাংলাদেশ সীমান্ত সড়কের মেইন পিলার ২২১৬ এর ৬/ R B হতে ৫০ গজের মধ্যে বাংলাদেশের অভ্যান্তরে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৯৮ বোতল ফেন্সিডিল ও ১৯২বোতল মদ জব্দ করে । যার বর্তমান বাজার মূল্যে ৪,৮৭,২০০/-( চার লাখ সাতাশি হাজার দুইশত) টাকা। টাস্কফোর্স কর্তৃপক্ষ জানান , জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল ও মদ রামগড় থানায় জি ডি করে পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমস অফিসে প্রেরণ করা হবে।এই সময় উপস্থিত ছিলেন- রামগড় সদর দপ্তর জোনের বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি,র অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম (পিএসসিজি), উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন, রামগড় থানার অফিসার ইনচার্জ( তদন্ত) দেব প্রিয় দাস।