মোঃ রিপন রেজা, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা হতে কুখ্যাত সেই কিশোর গ্যাং”টেনশন” গ্রুপের-৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। একই সাথে অপর কিশোর গ্যাং”ডেভিল” এক্সো গ্রুপের-১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার(২৫শে মার্চ)রাত প্রায় ১২:৪৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড কবরস্থান এলাকা হতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের সময় তাদের নিকট হতে ছুরি,রামদা,গুলতিসহ আরো বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাজানায়-সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের ভয়ানক হামলার ঘটনা ঘটেছে।২০২৩ সালের ৩১শে আগস্ট এবং ৫ ও ৬ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(এনসিসি)এলাকায় মধ্যরাতে পরিচিত গ্যাং টেনশন গ্রুপের নেতা সীমান্ত ও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন বসতবাড়িতে ভাঙচুর,হামলা ও লুটপাট চালায়।এছাড়া তাদের সক্রিয় এলাকায় উঠতি বয়সি ছাত্রদের টার্গেট করে মাদকদ্রব্য সেবনে বাধ্য করে।সেই সাথে তাদের গ্রুপে যোগদান করিয়ে এলাকায় বিশৃঙ্খলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে।এরই প্রেক্ষিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে। আটককৃত টেনশন গ্রুপের-৬ জন সদস্য হলো-সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়ার শফিকুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম সীমান্ত(২২),বি-বাড়ীয়ার সুলতানপুরের তাইজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬),সিদ্ধিরগঞ্জের সানারপাড় হিরাঝিলের আঃ রহমানের ছেলে মোঃহুমায়ুন হোসেন (২৪),মিজমিজি কান্দাপাড়ার মোঃআমিন উদ্দিনের ছেলে মোঃসাজ্জাদ হোসেন(২৬), লাঙ্গলবন্দের খোকন শেখের ছেলে মোঃ রাব্বি(২৫),ফেনীর ছাগলনাইয়া থানার মনিরুল ইসলামের ছেলে মোঃ প্রীতম(২৯)।অপরদিকে আটককৃত ডেভিল এক্সো গ্রুপের-১১ জন হলোঃসিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীপুরের শফিকুল ইসলাম শফিকের ছেলে মোঃসারিব (১৯), পটুয়াখালীর গলাচিপার মোঃ হারুনের ছেলে আশিক (১৯),পিরোজপুরের মঠবাড়ীয়ার মোঃদেলোয়ার হোসেনের ছেলে মোঃনাঈম (১৯),বরিশালের মুলাদি থানার মোঃআজাদ সিকদারের ছেলে মোঃ তুহিন হোসেন (১৮), সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোডের খন্দকার নুরউল্লাহর ছেলে রোসমান(১৯), একই এলাকার বাক্কির ছেলে মোঃ শাহাদৎ (১৯),মিজমিজি কান্দারপাড়ার তাজুল ইসলামের ছেলে সৌরভ(২০),একই এলাকার নুর নবীর ছেলে মাহিন(২০),মিজমিজি দক্ষিণপাড়ার ইমান আলীর ছেলে তুষার (২০),মিজমিজি আমজাদ মার্কেটের নবীর হোসেনের ছেলে সৌরভ(১৯),মিজমিজি দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে আরিফ(১৯)।গ্রেপ্তারকৃত”টেনশন” ও “ডেভিল এক্সো”গ্রুপের আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে-রাইসুল ইসলাম সীমান্ত “টেনশন”গ্রুপের দলনেতা এবং সারিব ‘ডেভিল এক্সো”গ্রুপের দলনেতা এবং গ্রেপ্তারকৃত আসামিরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই,বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান,মালবাহী ও যাত্রীবাহী পরিবহণে নিয়মিতভাবে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে।আসামীরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা,অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না বলে জানায় র্যাব।র্যাব আরো জানায়- গ্রেপ্তারকৃতদের মধ্যে”টেনশন”গ্রুপের দলনেতা রাইসুল ইসলাম সীমান্ত(২২),সদস্য মো. প্রিতম উরফে রোবায়েতি ইসফাক (২৯), “ডেভিল এক্সো”গ্রুপের সদস্য মোঃ আশিক (১৯) ও মোঃনাঈম(১৯)এর বিরুদ্ধে মামলা চলামান আছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।