ঠাকুরগাঁওয়ে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Spread the love

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল্লাহ’খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে।

আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল্লাহ খানের বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের কথা একাধিক ইউপি সদস্য জানিয়েছে।

ইউপি সদস‍্য আলী হোসেন বলেন, আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল্লাহ খান জন্ম নিবন্ধন , মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, চৌকিদারী ট‍্যাক্স সহ বিভিন্ন খাত থেকে ইউনিয়ন পরিষদের আয়ের অর্থ কোথায় ও কিভাবে খরচ করা হয়, সে বিষয়ে কোনো ইউপি সদস‍্য জানে না। তার কাছে পরিষদের আয়-ব‍্যয়ের হিসাব চাইলে বিভিন্ন ছলচাতুরী আশ্রয় নেয়।
তাকে একাধিকবার পরিষদের আয় ও ব‍্যয়ের হিসাব চাওয়া হলেও তিনি দিতে ব‍্যর্থ হন।

ইউপি সদস্য আলমাস বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই সচিব শহীদুল্লাহ খান ইউপি চেয়ারম্যানের যোগসাজশে ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরের হাট ইজারার ১০% ,৫% ও ভূমি হস্তান্তর স্থানীয় করের ১% টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করেছে। এসব টাকা দিয়ে দৃশ্যমান কোনো প্রকল্পের কাজ করে নাই। ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়, যেমন বসতবাড়ীর কর, ট্রেড লাইসেন্স, ওয়ারিশন সনদ, ভূমিহীন সনদসহ বিভিন্ন আদায়কৃত অর্থ তিনি কখনো ইউপি সদস্যদের কাছে হিসাব দেয় নাই। এসব টাকাও সে আত্মসাৎ করেছে।

আর এসব অনিয়মের প্রতিবাদ কোনো ইউপি সদস্য করলে তার সাথে ইউপি সচিব অশোভন আচরন করেন। এছাড়াও ইউপি সচিব শহীদুল্লাহ খানের বিরূদ্ধে জন্ম ও মৃত্যু সনদ প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৮জুলাই) দুপুর ১২ টা ৯ মিনিটে উপজেলার আমগাঁও ইউপি সচিব শহীদুল্লাহ খানের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *