নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জনসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শামীম ফেরদৌস টগর ও বর্তমান ভাইস চেয়ারম্যন আব্দুল কাইয়ুম পুস্প, আমগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন ও উপজেলা কৃষক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আসিয়া বেগম ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোকাররমা চৌধুরী বাবলী।
তফসিল অনুযায়ী, আজ ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।