নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
বুবধার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার আমাই দিঘীর পাড়ে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ ।
এছাড়াও পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ উপজেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কোমলমতি শিশুরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফেসটুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরে।