নূর মোহাম্মদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমগাঁও ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আমগাঁও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মিলারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উমাকান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম চৌধুরী, আমগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বশির প্রমুখ।
আমগাঁও ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বর্ধিত সভায় সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (আর্মি) ।