নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান (৫৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
সোমবার (১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৮ টায় তার নিজ বাড়ি দিনাজপুরে শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান তার মৃত্যুর খবর নিশ্চিত করে । এক মিনিট দাঁড়িয়ে নিরবতা শেষ দোয়া ও মুনাজাত করে।
হরিপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান বলেন, তিনি দীর্ঘদিন যাবত এজমা ও শাষকষ্টজনিত রোগে ভুগছিলেন।
আজ সকালে শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে জান।
আজ বিকাল ৪টার সময় দিনাজপুরের ভুসিরবন্দর এলাকায় জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।