নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১০ বোতল ফেনসিডিলসহ সাহেরুল ইসলাম (৩৬) নামে ১জনকে আটক করে হরিপুর থানা পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত্রী ১২ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালিগঞ্জ বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সার ও কীটনাশক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাহেরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের তিনুয়া গ্রামের হাসির উদ্দিনের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ বোতল ফেন্সিডিল সহ সাহেরুল ইসলাম নামে ১জনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।