নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় উপজেলার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নিবার্হী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি।
উক্ত খেলার আয়োজন করে হরিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ।
প্রধান অতিথির টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাপ বিজয়ীদের হাতে তুলে দেন এবং তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করেন এবং সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার সমাপনী বক্তব্য শেষ করেন।