ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

Spread the love

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও
জেলা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। সরকারি-বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহন করেছে। এছাড়াও আওয়ামীলীগ ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন নানা অনুষ্ঠান পালন করে।

 

মঙ্গলবার (১৫ ইং আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল, নির্বাহী অফিসার আরিফুজ্জামান,থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প , উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজননৈতিক ব্যক্তিবর্গ। পরে অন্যান্য সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *