ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (২০ আগষ্ট) বিকাল ৪ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার জামিল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও -২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ত্র্যাড. জেড মর্তুজা চৌধুরী তুলা।
প্রধান বক্তা হিসেবে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুদুল ইসলাম মুন্না।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু তাহের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, হরিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে।ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।