মোঃ আতিকুর রহমান মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের নাঈম মোল্লার বড় ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৭) ও ছোট ছেলে মোঃ আমির হামজা (৫)।
স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে, নিহতদের দাদা এবং নানা বাড়ি একই স্থানে। বিকেলের দিকে দুই ভাই নানা বাড়িতে বসে বাদাম খেতে খেতে খেলা করতে ছিল। বাড়ির পাশের পুকুরে খেলা শেষে পা ধুতে গিয়ে পা পিছলে ছোট ভাই আমির হামজা পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুল ইসলামও পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময় পরিবারের লোকজন স্বজনরা খোজাখুজি করেন। এসময় পুকুরে সেন্ডেল ভাসতে দেখে ওই পুকুরের পানিতে নেমে প্রথমে আমির হামজা ও পড়ে হাফিজুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যেরত চিকিৎসক দুই ভাইকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে ডাসার পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেন এবং নিহতদের লাশ সুরোথাল সম্পন্ন করেন। পরিবারের অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেন।
এঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।
নিহতদের প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, “দুই ভাইয়ের এক সাথে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। তাদের বাবা-মা কীভাবে এই শোক সহ্য করবেন বুঝতে পারছি না।”
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যান্ত মর্মান্তিক একটি ঘটনা।