ঢাকাThursday , 3 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

ডাসারে পূজা উৎযাপন কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা ।

দেশ চ্যানেল
October 3, 2024 4:03 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

স্বনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (০৩ অক্টবর) বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ অহিদুর রহমান, ডাসার থানার এসআই মিলন কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার হালদার, সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ।

এসময় ক্যাপটেন মাহবুবুর রহমান বলেন, স্বনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। ডাসার উপজেলা যে ৪২ টি পূজা মন্ডপ রয়েছে, প্রতিটি পূজা মন্ডপে আমরা যাব।

আমরা যেমন ঈদে আনন্দ উৎসব করি,তেমনি আপনারা নির্বিঘ্নে আনন্দ উৎসব করবেন। পূজা’কে কেন্দ্র করে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা দেয়া হবে।

 

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্য উপস্থিত থেকে নিরাপত্তা দেবে এবং বাড়তি নিরাপত্তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলরত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST