তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে তিন জন যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে,খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা-জ- ১১-০১০১ নম্বর যাত্রীবাহি বাস সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার এলাকায় পৌছুলে একজন বাইসাইকেলে আরোহীকে সাইড দিতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাল্টি দিয়ে পড়ে যায়।
এসময় প্রচান্ড আঘাত পেয়ে বাসে থাকা যাত্রীদের মধ্যে বটিয়াঘাটার দিপা (৩৫) খালিশপুরের নাদিম শেখের মেয়ে ফারহানা (৭) ও রায়েরমহল এলাকার বিরেন বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৪০)সহ তিন জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা ওসি মোঃ শওকাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন দূর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।