তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন
উপ-পরিচালক খামারবাড়ি কৃষিবিদ কাজি জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন তেলজাতীয় মনিটরিং অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, এসএম মিজান মাহমুদ ও ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন এলকা থেকে ৩০জন কৃষক কৃষানী অংশ গ্রহণ করেন।