তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি,ডুমুরিয়া কলেজ, শহীদ স্মৃতি মহিলা কলেজ,ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিক ভাবে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের কে সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমীন এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়াম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, উপজেলা সাব রেজিস্টার অঞ্জু দাস,থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ।শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                