ঢাকাTuesday , 1 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় শলুয়ায় সরকারি খালে ক্রসবাঁধ দিয়ে মাছ চাষ  হুমকির মুখে মন্দির, রাস্তাসহ‌ একাধিক বসতঘর

দেশ চ্যানেল
August 1, 2023 10:26 am
Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় শলুয়া কালিঘাট পুরাতন স্লূইস গেটের খালে অবৈধ ভাবে ক্রসবাঁধ ও মন্দিরের জায়গা দখল করে মাছ চাষ করে আসছে স্থানীয় রূপ কুমার নামে এক প্রভাবশালী বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভাংগনের কবলে পড়েছে স্থানীয় রংপুর দক্ষিণ পাড়া সার্বজনীন কালিঘাট মন্দির ও এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটি। ফলে এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে। স্থানীয়ভাবে সমাধানে ব্যর্থ হ‌ওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত গড়িয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ, মন্দির কমিটির সভাপতি দুলাল বিশ্বাস, ইউপি সদস্য সুচন্দা মন্ডলসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলার রংপুর শলুয়ার কালিঘাট পুরাতন স্লূইসগেট এলাকায় গড়ে উঠে রংপুর দক্ষিণ পাড়া সার্বজনীন কালিঘাট মন্দির ও কয়েকশ’ ভূমিহীন পরিবারের আবাসস্থল। এমতাবস্থায় প্রায় দেড় যুগ ধরে ওই গেটের খালে অবৈধ ভাবে ক্রসবাঁধ দিয়ে গায়ের জোরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মাছ চাষ করে আসছে রুপকুমার নামে এক প্রভাবশালী ব্যক্তি। বারো মাস‌ই ওই খালে পানি ভর্তি রেখে মাছ চাষের ফলে প্রতিনিয়ত চতুরপাশের মাটি গিলে খাচ্ছে মাছে। এতে ভাংগনের কবলে পড়ে বিলীন হয়েছে মন্দির চত্বর, যাতায়াতের একমাত্র রাস্তা ও ২০টি পরিবারের বসতবাড়ি। এছাড়া মৎস্য ঘেরে ব্যবহৃত খাবারের দূর্গন্ধে একদিকে যেমন পরিবেশ বিনষ্ট অন্যদিকে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকাটি। আশু ব্যবস্থা গ্রহণ না করলে সার্বজনীন মন্দিরটি ও পরিবারগুলো যেমন হুমকির মুখে, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। এ ব্যাপারে জানতে চাইলে মন্দিরের জায়গা ও রাস্তা ভেঙে ঘেরের মধ্যে ঢুকেছে এমনটি স্বীকার করে রূপকুমার ঘেরের জায়গাটি তার নিজের বলে দাবি করেন এবং আগামী শুকনো মৌসুমে রাস্তা সংস্কার ও মন্দিরের জায়গা ছেড়ে দিবেন বলে তিনি জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, এ বিষয়ে এলাকাবাসীর দায়েরকৃত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST