মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী
নীলফামারীর ডোমারে গোসলখানার গর্তে জমে থাকা পানিতে ডুবে আভা মনি নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে,
সোমবার (২৬ জুন) সকাল ১১টার দিকে ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পানুয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আভা মনি ওই গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে,
স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু বলেন, শিশুটি বাড়ির বাইরে খেলাধুলা করতেছিল। তার খেলনা জমে থাকা পানিতে পরলে সে খেলনাটি নেওয়ার জন্য পানিতে নামে। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়, শিশুটিকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির, পর পানিতে ভাসতে দেখে আভা মনির মরদেহ।