মোঃ মনজিরুল ইসলাম ডোমার উপজেলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত এই স্কুলটি স্কুলটির নাম কেতকীবাড়ী তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ইসলাম বলেন। স্কুলটি আগে একতলা ছিল। পরে দ্বিতীয় তলা করার কারণে একতলার উপরে চাপ পড়ে এ কারণে পিলার ফেটে যাচ্ছে গেট বিন ফেটে গেছে এবং দেয়াল ফেটে যাচ্ছে। যতদিন দিন যাচ্ছে বিপদের সংখ্যা, বাড়তেছে এই অবস্থায় আমাদের ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো খুবই বিপদজনক। তাই আমি আবেদন করতেছি। আমাদের এই স্কুলটিতে খুব তাড়াতাড়ি যেন ভবনের কাজ করে দেয়া হয়। না হলে যতদিন যাচ্ছে বেশি করে ফেটে যাচ্ছে। এইভাবে ফেটে গেলে কখন যে ভেঙ্গে পড়ে যায়। বলা যায় না। ছাত্র-ছাত্রী রা ক্লাস করে রুমে। বলা যায় না কখন কোন বিপদ হয়। কখন যে ভেঙ্গে পড়ে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আমাদের এই স্কুলটিতে খুব তাড়াতাড়ি যেন ভবনের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আমরা ভালোভাবে ক্লাস করাতে পারবো এবং বিপদের সংখ্যা থাকবে না। আর স্কুলটিতে বাউন্ডারি দেয়াল লাগবে তাহলে ছাত্রছাত্রীরা ভালোভাবে খেলাধুলা করতে পারবে পাশে রাস্তা গাড়ি-চলাচল করে যদি বাউন্ডারি দেওয়াল হয়। তাহলে বিপদের সংখ্যা থাকবে না। এবং এই স্কুলে একটি ওয়াশ ব্লকের প্রয়োজন। আমাদের স্কুলটিতে ছাত্র সংখ্যা অনেক। ভবিষ্যতে আরো এগিয়ে যাব এবং শিক্ষার মান বৃদ্ধি করতে পারব।