ঢালের মাটি কেটে নেওয়ায় ধ্বসে যেতেপারে কালনা- বেনাপোল মহাসড়ক

Spread the love

সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা- বেনাপোল মহাসড়কের মধুমতি সেতুর পশ্চিমে প্রধান সড়কের দক্ষিণ পার্শ্বের ঢালের মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার ১৯ জুলাই সরোজমিন ঘুরে জানাগেছে মহাসড়ক সংলগ্ন রাস্তায় যে ঢাল থাকা প্রয়োজন তার থেকে অনেক কম আছে মহাসড়কের ঢাল মনে করছে স্থানীয়রা।

এলাকাবাসী জানান প্রতিনিয়ত এই সেতুতে প্রচুর দর্শনার্থীরা এসে থাকে, তাছাড়া প্রতিদিন এই মহাসড়ক দিয়ে হাজার, হাজার বাস,মালবাহী লরী ও অন্যান্য যানবাহন চলাচল করে। যানবাহনের যাতায়তে কারনে মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ঢাল অতি খাড়া হওয়ায় মহাসড়ক যে কোন সময় ধসে যেতে পারে।

ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা পাচু মোল্যা, আব্দুল কুদ্দুস ও ওমর মোল্যা সহ ৬/৭ বলেন খুব শ্রীঘ্র এই ঢাল মেরামত করে মহাসড়কে ভাং গনের কবল থেকে রক্ষা করতে হবে। তাছাড়া হাজি আজিজুর রহমান কি ভাবে সরকারি জমি থেকে মহাসড়কের ঢালের মাটি কেটে নিয়েছে তার সুষ্ঠু তদন্ত চাই।

এঘটনায় হাজি আজিজুর সাথে কথা হলে তিনি বলেন আমি প্রজেক্ট থেকে মাটি কিনে নিয়েছি।

এঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী কথা হলে তিনি বলেন এলাকা পরিদর্শন করেছি এবং সড়ক ও জনপথের কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *