ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে গাঁজাসহ তিনজন গ্রেফতার।

দেশ চ্যানেল
August 13, 2025 3:17 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি

ভেলার তজুমদ্দিন উপজেলায় সম্ভুপুর ইউনিয়নে বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তজুমদ্দিন থানার এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শম্ভুপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রির মাধ্যমে মাদক ব্যবসা বিস্তারের অভিযোগ উঠে। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর পুলিশের একটি টিম এলাকায় অবস্থান নেয়। ভোরে নুর নাহারের বসত ঘড়ে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিন জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া।২. মো. রাহিম (২২), পিতা মৃত মাহফুজুর রহমান,৩. মো. রামিম (২১), পিতা তোফায়েল আহম্মেদ। এবং তিন গাজা ব্যবসায়ীর বাসা সম্ভুপুর ৫নং ওয়ার্ডে।

অভিযান পরিচালনাকারী এসআই (নি.) মো. শহীদুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের ভোলা আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, তজুমদ্দিন উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, অভিযানে মাদক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশ নিয়মিত ভাবে এমন অভিযান চালালে মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে এবং যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST