ঢাকাMonday , 28 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা।

দেশ চ্যানেল
July 28, 2025 11:55 am
Link Copied!

সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।।

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিনে একদিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন।এবং রোগীদের হাতে ব্যবস্থাপত্র অনুযায়ী তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র।

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত করা হয় বলে জানান বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র ।

ক্যাম্পে উপস্থিত স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন জানান, এই ধরনের মানবিক উদ্যোগ এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ।

চিকিৎসা নিতে আসা মো:হাসান বলেন, তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ৫ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর ৫টা গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে এসে মনোভুত চিকিৎসা ও ফ্রিতে অনেক ঔষধ পেয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কর্নেল ফারহান আবিদ (বিএন) জানান, বয়স্করা ব্যথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়া সিজনাল ফ্লুতে আক্রান্ত রোগীরা বেশি চিকিৎসা নিতে আসছেন। তাদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST