তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীসহ তার পরিবারের উপর বর্বররচিত হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবার। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বর্ণ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, গত দুইমাস আগে উপজেলার মুচিবাড়ির কোনায় আমার দোকানে ৫লক্ষ ৩৬ হাজার টাকার স্বর্ণের জিনিসের অর্ডার করেন পাশের হোমিও ঔষধের ব্যবসায়ী আবু জাফর। অর্ডার করার সময় ১ লক্ষ টাকা দেন আর জিনিস নেয়ার সময় ৫০ হাজার টাকা নগদ দিয়ে জিনিস নেন।
গত ২রা মার্চ বাকী ৩লক্ষ ৮৬ হাজার টাকা চাইতে গেলে ক্ষীপ্ত হন জাফর। পরে বিকালে সোয়া ৫টায় আমি আসরের নামাজ পড়ে দোকানে আসলে আবু জাফরের নেতৃত্বে তার আত্নীয় সোহাগ, শাহাবুদ্দিন, হারুন, সুমন, তোফাজ্জল ওরফে তজা ও নয়নসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমার উপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। দোকানের পিছনে থাকা আমার স্ত্রী জবেদা সুলতানা পিনু, ছেলে ইমরান হোসেন হৃদয় ও মেয়ে রহিমা আক্তার মিতু এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। এ সময় মুচিরকোনায় ব্যবসা করতে হলে আবু জাফর আমার নিকট আরো দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর বাজার ব্যবসায়ীরা আমাকে ও আমার পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন ব্যবস্থা নেয়নি বলেও সংবাদ সম্মেলনে জানান ব্যবসায়ী। পরে তিনি ভোলা কোর্টে একটি মামলা করেন। বর্তমানে অভিযুক্তরা বিভিন্নভাবে আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে। অভিযুক্ত জাফর এক সময় তজুমদ্দিন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের ছত্রছায়ায় থাকতেন বর্তমানে ওই এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই অসিম জানান, মুচিবাড়ির কোনায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।