ঢাকাSaturday , 12 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪-

দেশ চ্যানেল
July 12, 2025 1:21 pm
Link Copied!

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন চাচড়া ইউনিয়ন মামলার সাক্ষ্য দেওয়ায় ও মিছিলে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় চাঁচড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের অছিম উদ্দিন মুন্সি বাড়ির দরজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায়, গুরুতর আহত মুক্তা বেগম (২২) ও মোঃ মোশারেফ হোসেনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও মোঃ কাঞ্চন (৫৫) ও মোঃ ফারুক (৪৮) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত কাঞ্চন বলেন, বেশ কিছুদিন আগে ভিজিএফ’য়ের চাউল বিতরণকালে সাবেক ইউপি সদস্য মালেকা বেগমের উপর হামলার ঘটনার সাক্ষ্য দেওয়ায় স্থানীয় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইব্রাহিম হাওলাদারের লোক মোশারেফ, নাহিম, কামাল, জাকির, ইয়াকুব, নোমানসহ কয়েকজন মিলে অতর্কিত হামলা মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে আমাকে ও আমার ভাইকে গুরুতর আহত করে।এবং ইব্রাহিম হাওলাদার লোকজনের কারনে আমরা এলাকায় থাকতে পারি না আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানায়

অন্যদিকে আহত মোশারেফ হোসেন জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারের মিছিলে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কাঞ্চন, ফারুক, রিফাত, সাদেক (সাদু), মাওঃ সিরাজসহ কয়েকজন মিলে আমাকে অতর্কিতে মারধর করে ও আমার স্ত্রী ছাড়াতে চেষ্টা করলে তাকেও মারধর করে চোখে মারাত্মক জখম করে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST