ঢাকাFriday , 7 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি না হওয়ায় অধ্যক্ষের উপর হামলা।

দেশ চ্যানেল
November 7, 2025 4:53 am
Link Copied!

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।

ভোলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সদ্য সাবেক সভাপতি ইব্রাহীম নব গঠিত কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত না হওয়ায় তার নেতৃত্বে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের উপর হামলার অভিযোগ এসেছে।

৬ (নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দক্ষিণ খাসের হাট বাজারের জামাল কসমেটিকস দোকানে এই ঘটনা ঘটে।

হামলায় আহত অধ্যক্ষ মোস্তফা কামাল জানান আজ তাদের মাদ্রাসার নতুন এডহক কমিটির তালিকা ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পর সদ্য সাবেক সভাপতি ইব্রাহীম তাকে সন্ধ্যা ছয়টায় ফোন দিয়ে খাসের হাট বাজারের জামাল কসমেটিকস দোকানে দেখা করতে বলেন। তিনি সেখানে গিয়ে ইব্রাহীমকে না দেখতে পেয়ে তিনি জামালের দোকানের ভিতরে বসেন কিছুক্ষণ পরে ইব্রাহীম এসে বলেন বিএনপির সাধারণ সম্পাদক রিন্টু মিয়া তাকে দেখা করতে বলেছেন এবং এখনই যেতে হবে। আর মাদ্রাসার আজকে যেই নতুন এডহক কমিটির ঘোষণা হয়েছে সেটা যেন সংশোধন করে দেয় অন্যথায় ১০ লক্ষ্য টাকা দিতে হবে। তখন তিনি জানান আমি রিন্টু মিয়ার সাথে কালকে দেখা করবো আর এই কমিটির প্রস্তাবিত তালিকায় একাদিক লোকের নাম দেওয়া হয়েছে বোর্ড থেকে যাকে যোগ্য মনে হয়েছে তাকেই সভাপতি নির্বাচিত করেছে এতে আমার কোন হাত নেই এই কথা বলাতে ইব্রাহীম ও তার পাশে থাকা লোকজন সালাউদ্দিন , রিয়াজ,সোহাগ ও অলিউদ্দিন তার উপর হামলা করে এবং জামাল কসমেটিকসের ভিতরে এলোপাতাড়ি হামলা করতে থাকে।এ সময় তাকে বাচাতে গিয়ে নুর ইসলাম ও নাইম আহত হন পরে খবর পেয়ে তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা রিয়াজ পঞ্চায়েত লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান ইব্রাহিম ও তার সঙ্গীরা জামাল কসমেটিক এর ভিতর মোস্তফা কামালের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা শুরু করেন। এতে জামাল কসমেটিকস দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়।পরে তারা মোস্তফা কামালকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসেন। এসময় নুরুল ইসলাম ও নাইম আহত হন। এই বিষয় জানতে অভিযুক্ত সাবেক সভাপতি ইব্রাহীমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান এই বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST