ঢাকাFriday , 16 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় নিহত-১-

দেশ চ্যানেল
January 16, 2026 12:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার (ভোলা)।

ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচা মফিজুল ইসলাম বলেন, বেলায় সাড়ে ১১টার সময় আড়ালিয়া আমার নাতিনের জানাজা শেষে তজুমদ্দিনে কেয়ামুল্লা গ্রামের বাড়িতে আসার জন্য আমি ও আমার ভাতিজা আড়ালিয়া ৯নং ওয়ার্ডে আব্দুল জব্বার আলী হাওলাদার বাড়ির দরজায় অটোতে উঠার জন্য ড্রাইভারকে ডাক দেই। তখন ড্রাইভার অটো ব্যাকে দিয়ে পিছনে আসলে হঠাৎ অটোটি রাস্তার বাহিরে খালের মধ্যে পড়ে যায়। এ সময় বাবুল অটোর নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা বাবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে (৫৫) মৃত ঘোষনা করেন। নিহত বাবুল চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের গেদু মাঝির ছেলে বলে জানা গেছে। অপরদিকে অটোর ড্রাইভার মোঃ সিরাজ চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মোহাম্মদের বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহত বাবুলের পবিারের কোন অভিযোগ নেই মর্মে থানায় একটি লিখিত দিয়েছে। লিখিতের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তজুমদ্দিন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাদকে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST