মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের তফসিল ঘোষণাকে ১ম বিজয় উল্লেখ করে দিনাজপুরের ফুলবাড়ীতে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ফুলবাড়ীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় আনন্দ মিছিলে তফসিলকে স্বাগত জানিয়ে নৌকা, নৌকা শ্লোগানে মুখরিত করে ফুলবাড়ীর রাজপথ। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল ।
এসময় ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান মিলটন , পৌর আওয়ামিলীগের সভাপতি মো. মামুনুর রশিদ , মহিলা যুবলীগ সাধারণ সম্পাদক মোছা রাজেকা বেগমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।