-আবুজর গিফারী
আজ বুধবার ১৫ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি, মনোনয়ন জমা ৩০ নভেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
সিইসি বলেন, ‘৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।’
উক্ত তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বেড়া উপজেলা আওয়ামীলীগ তৎক্ষণাৎ কাশিনাথপুর-বেড়া-ঢাকা মহাসড়কে আনন্দ মিছিল বের করে। উক্ত আনন্দ মিছিলে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।