ঢাকাSaturday , 21 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তাস খেলা নিষেধ করাকে কেন্দ্র করে মেরে দাঁত ভাঙ্গলেন অপর দোকানদার

দেশ চ্যানেল
October 21, 2023 3:17 pm
Link Copied!

এম এ হাই,সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:

তাস খেলাকে কেন্দ্র করে মেরে দাঁত ভাঙ্গলেন ঐ একই বাজারের অপর দোকানদার শরিফ গংরা। গৌরীগ্রাম বাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এবং থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গৌরীগ্রাম বাজারে ফজলুল হকের ভূসিমালের দোকানে এসে অতর্কিত হামলা চালায় গৌরীগ্রাম পশ্চিমপাড়ার মৃত আ:বাতেনের ছেলে শরিফ(৩০), সুজন (৪০)এবং সানা (৩৫)। লোহার রড দিয়ে প্রথমে ফজলুল হকের (৬৫) উপর হামলা চালায়।এতে ফজলুল হকের দুটি দাঁত ভেঙ্গে মাথায় এবং নাকে আঘাত করায় নাকের হাড্ডি ভেঙ্গে যায় এবং তার ছেলে জাহাঙ্গীর (৪০)এবং জাকির(৩৫) ঠেকাতে গেলে তাদেরকে এলোপাথাড়ি মারপিট করে শরিফ গংরা। লোহার রড দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করায় মাথা ফেটে যায়। দুই ভাই মারামারি করে এবং তাদের অপর ভই সানা দোকান লুট করেছেন বলে অভিযোগে জানা যায়।

প্রত্যক্ষদর্শী তাসির উদ্দিন জানান,তাস খেলা নিষেধ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়। সেটা মিমাংশাও হয়। হঠাৎ করে ফজলুল হকের দোকানে এসে অতর্কিতভাবে শরিফ গংরা হামলা চালায়। বাধাদিতে গেলে জাহাঙ্গীর, জাকির এবং তার বাবা ফজলুলল হক কে ব্যাপকভাবে মেরে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং এবং ফজলুল হকের দাঁত ভেঙে দেয়। আহতরা সবাই সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST