বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বর্তমানে প্রায় দেশের সকল স্থানে প্রচন্ড গরম প্রবাহিত হচ্ছে। এই গরমে রুটি রুজির ব্যবস্থা করতে কৃষক শ্রমিক মেহনতী মানুষের খুবই কষ্ট হচ্ছে। একনাগরে ৩০ মিনিট ঘরের বাইরে থেকে কায়িক পরিশ্রম করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ এত গরম যে ফ্যানের নিচে বসে থাকলেও শরীর ঘেমে যাচ্ছে।ফলে পানি শূন্যতা দেখা দিচ্ছে। অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে।
উপজেলা পর্যায়ের ট্রেজারি ব্যাংক হওয়ায় প্রাত্যহিক লেনদেনে সোনালী ব্যাংক বেড়া শাখা বরাবরের মতোই বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিদিন সরকারি বেসরকারি বেশ কয়েক হাজার লোক তাদের ব্যাংকিং সেবা নেয়ার জন্য বেড়া সোনালী ব্যাংকে এসে থাকেন।ব্যাংকে পর্যাপ্ত সিলিং ফ্যান থাকা সত্ত্বেও তাপমাত্রা নিয়ন্ত্রণে শুধু ফ্যান ই যথেষ্ট নয় বিধায় গরমে অতিষ্ঠ হয়ে ব্যাংক কর্মকর্তারা হাঁপিয়ে উঠেছেন। সরজমিনে ব্যাংকে গিয়ে দেখা গেলো যে, ব্যাংক কর্মকর্তাগণ সেবা দিতে গিয়ে হাঁসফাঁস করছে। আজ বেড়া উপজেলায় দুপুর ২ টা ৪১ মিনিটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
ব্যাংকের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) প্রশ্নের জবাবে জানালেন যে, যত গরমই হোক উপজেলা লেভেলে সোনালী ব্যাংকে এসি লাগানোর কোন বিধান নাই। তাই যেভাবেই হোক সিলিং ফ্যানের নিচে বসেই প্রাত্যহিক কাজ সমাধা করতে হবে।
তবে উল্লেখিত কর্মকর্তা জানালেন যে, এসির ব্যবস্থা করা গেলে কাজ দ্রুততার সাথে সমাধা করা যাবে এবং কাজের মান বাড়বে (অর্থাৎ ব্যাংকিং সেবা সমূহ)। তিনি আরো জানান যে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ (যারা নীতিনির্ধারণী পর্যায় আছেন) পরিস্থিতির দাবি অনুযায়ী বিষয়টি বিবেচনা করবেন বলে তিনি আশা করেন।