মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
আসছে আগামী ২রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।ইজতেমা উপলক্ষে গাজীপুর টঙ্গী এলাকার তুরাগ তীরে চলছে ইজতেমার সকল প্রস্তুতির কাজ।ইজতেমার আয়োজক ও স্থানীয়দের সূত্রে জানা যায়- বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাঠ প্রস্তুতির কাজ করা চলছে।স্বেচ্ছাশ্রমে কাজ করছেন তাবলীগ জামাত অনুসারী সকল লোকজন। কেউ কেউ সামিয়ানা টানাচ্ছেন,কেউ বিদ্যুতের কাজ করছেন,কেউ বাথরুম পরিষ্কার,কেউ ময়দান পরিষ্কার,আবার কেউ খুঁটি পুতছেন।এভাবেই প্রস্তুত চলছে বিশ্ব ইজতেমার মাঠ।এই পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতি প্রায় ৭০/৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।আগামী কয়েকদিনের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে বলে আশা বাদী।দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর।বিশ্ব ইজতেমায় নিজ নিজ খরচে চলে রান্নাবান্নার কাজ।নিজ নিজ দায়িত্বে এখানেই থাকা, খাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেন মুসল্লিরা।এখানে শুয়ে-বসেই বয়ান শোনেন বিভিন্ন বয়সী দেশ-বিদেশের সকল মুসল্লিরা।লাখ লাখ মানুষ একএিত হয়ে নামাজ আদায় ও জিকির করেন।এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২রা ফেব্রুয়ারি।আগামী ৪ঠা ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব।৯ই ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।প্রথম পর্বের ন্যায় একইভাবে ১১শে ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।ইজতেমা উপলক্ষে লাখ লাখ মুসল্লীর নিরাপত্তায় র্যাব, পুলিশ,আনসারসহ কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কাজ করবেন।নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে পুরো ইজতেমার মাঠ।উল্লেখ্যঃপ্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা।দেশ-বিদেশের কয়েক লাখ ধর্ম প্রাণ মুসল্লি অংশ নেন এই ইজতেমাতে।৩ দিন করে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।তবে এবার ইজতেমাতে দেশ বিদেশ থেকে আসা সকল মুসুল্লিদের সুযোগ সুবিধা থাকবে আধুনিক।