তেঁতুলিয়ায় আ’লীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল

Spread the love

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়ায় দেশব্যাপী বিএনপি জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

রোববার (৩০জুলাই) বিকেলে উপজেলার দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক তেতুলতলায় এসে শেষ হলে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, যুবলীগের আহবায়ক মোজাফ্ফর হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বিরোধী দলকে নিয়মতান্ত্রিক আন্দোলন করার আহবান জানিয়ে আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ করা হলে তার জবাব দেওয়া হবে হুশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *