জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
সারাদেশে ন্যায় যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়ায় উপজেলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত করা হয়েছে।
এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা পরিষোদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াসিন আলী মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,কাজী শাহাবদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পেন্সিপাল এমদাদুল হক,বীর বিক্রম আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা বশীর আলম সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী সহ আওয়ামীলীগের সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
কর্মসুচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে সরকারী আধা সরকারী শায়িত্বশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বে সরকারী ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত ৯.০০ জাতীয় শোক দিবসের ব্যাজ ধারন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ সম্মান প্রদর্শনপুর্বক পুস্পস্তবক অর্পণ,১১টায় আলোচনা সভা,আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর হতে ২৪ জন থেলাসিমিয়া,ক্যানসার,কিডনি অসুস্থ ব্যাক্তিদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর হতে দুদ্ধ খামারিদের মাঝে চেক বিতরণ করেন।
এছাড়া কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা ১২টায় পুরুস্কার বিতরন সুবিধামত মসজিদ সমূহে বিশেষ দোয়া মোনাজাত ও মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিষেশ প্রার্থনা, ইসলামী ফাউন্ডেশন হামনাত আলোচনা সভা সহ দোয়া মাহফিল, হাসপাতাল,এতিমখানা লিল্লাহ বোডিং সমূহে উন্নত খাবার পরিবেশন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন গুলোতে দোয়া ও মোনাজাত করতে দেখা যায়। সন্ধা ৭.৩০ মিনিটে ঐতিহাসিক তেতুল তোলায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে প্রামান্য চলচিত্র প্রদর্শন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                