ঢাকাTuesday , 30 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

তেঁতুলিয়ায় মাঝারি শৈত্য প্রবাহে ঠান্ডা অব্যাহত

দেশ চ্যানেল
January 30, 2024 6:35 am
Link Copied!

মোঃআমিরুল ইসলাম জেলা পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত দুইদিন থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশা ও তীব্র শীতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এ জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সেকারণেই বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি ) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬ টায় একই তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

স্থানীয়রা জানায়,উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর রাতভর কনকনে শীত অনুভূত হয়েছে। তবে সপ্তাহজুড়ে প্রচন্ড প্রচন্ড শীত অনুভূতি থাকে পরদিন সকাল পর্যন্ত। হিমশীতল বাতাস ও প্রচন্ড শীতে জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। এছাড়াও দিনের বেলা হালকা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া বিকালে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পায়। এ জনপদে শীতের তীব্রতা বেড়ে গেলেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। তীব্র শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্ট কর হয়ে পড়েছে বলে জানায় পঞ্চগড়বাসী।

এদিকে,শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, কয়েকদিন ধরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST