জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি :
তেঁতুলিয়ায় উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১জুলাই) উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াছমিন।
এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সমম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মালেকা ইয়াসমিন।
উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক কাজী মহামুদুর রহমান ডাবলু বলেন,
দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষের পাশাপাশি নারীদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। দেশের নারীরা নিরাপদে কাজ করার সুযোগ পাচ্ছে।
জেলা যুব মহিলা আওয়ামী লীগের নেত্রী ফারহানা বেগমের সভাপতিত্বে ও ৩নংসদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সলেমান আলীর সঞ্চালনায় উপস্তিত ছিলেন,উপজেলা আওয়ামীগের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবকলীগের শওকত আলী,৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর ইসলাম,
৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুরুজ্জামান সহ সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।