ঢাকাSunday , 27 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
July 27, 2025 1:50 pm
Link Copied!

মো. হাফিজুর রহমান বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতের নাম ইমরান শরীফ (২২)। তিনি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের বাসিন্দা মনির শরীফের ছেলে।

নিখোঁজ জেলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ইমরান মাছ ধরার একটি ছোট ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নদীতে তুফান শুরু হয়। ট্রলারটি দুলে উঠলে ইমরান পানিতে পড়ে যান। পরে ইঞ্জিন বন্ধ অবস্থায় ট্রলারটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী তার খোঁজ শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ, ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দুই দিনব্যাপী এই অভিযানে ইমরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার ভোরে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এবং কর্তৃপক্ষকে অবহিত করেন।

নিহতের চাচা মাসুম বিল্লাহ জানান, “ইমরান চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে গিয়েছিল। সেখান থেকে বরফ আনতে কালাইয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সিবাড়ি অতিক্রম করার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে।”

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, “খবর পাওয়ার পর থেকে আমরা ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়েছি। টানা দুই দিন চেষ্টা চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে লাশ ভেসে ওঠার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST