হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ)লিঃ ২০২৪-২৫ আখরোপন /মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা গতকাল ৩ নভেম্বর বিকাল সারে চারটার সময় জীবননগর সাবজোনের দেহাটী কেন্দ্রের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং(বাংলাদেশ)লি.এর সূযোগ্য ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া এবং ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান । সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষি জনাব মো.মমিনুল হক।সভায় ব্যবস্থাপনা পরিচালক ফসলকে পোকামাকড়মুক্ত করার পাশাপাশি অধিক ফলন ও অধিক চিনি আহরনের লক্ষ্যে আখের ডিট্রাসিং করতে উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন ।এছাড়া তিনি উপস্থিত আখচাষিদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং যত দ্রুত সেই সমস্যাগুলো নিরসনের জন্য চাষি ভাইদের আশ্বস্ত করেন। মহাব্যবস্থাপক (কৃষি) আখরোপনে বিশেষ করে আঁশপোকা মুক্ত করতে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।সভায় সভাপতি উপস্থিত চাষিদের মিল রক্ষার্থে তথা নিজের প্রতিষ্ঠান কেরু এ্যাণ্ড কোম্পানিকে বাঁচাতে বেশি বেশি আখরোপন করার জন্য অনুরোধ করেন।