রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
দীঘিনালায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. সজিবুল ইসলাম (১৮) একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে দেড়টার দিকে উপজেলার জয়কুমার কারবারি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সজিবুল ইসলাম উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের মাওলানা মো. সেলিমের ছেলে।
জানা যায়, উপজেলার মুসলিম পাড়ার নিজ বাড়ি থেকে বোনের বাড়িতে বাঁশের ঝাটা নিয়ে যাওয়ার সময় জয়কুমার কারবারি পাড়ায় ১১ কেবি বিদ্যুতের তারের সাথে বাঁশের ঝাটা আটকে মো. সজিবুল ইসলাম বিদ্যুতায়িত হয়। পরে খরব পেয়ে স্বজনরা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এবং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান নিহতের বাড়িতে যান এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।