মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে দীঘিনালা জোড়া ব্রিজ নামক স্থানে (দীঘিনালা জোন সদর থেকে আনুমানিক ৩.৫ কিমি উত্তর-পূর্বে) এ মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। দীঘিনালা জোন-এর আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি স্থানীয় জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২৪০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত হয়।