রাসেল কবির// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্তর্গত ভাসানচর ইউনিয়নে সরকারের উন্নয়ন প্রকল্পের এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছে। দফাদার হাট বাজার থেকে হেসামুদ্দি বাজার সড়কটির পূর্ব পাশে মোল্লা বাড়ির সামনের খালে একটি ব্রিজ বাজেট বরাদ্দ হলেও দীর্ঘ এক বছর ধরে ঝুলে আছে নির্মাণকাজ। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ।স্থানীয় বাসিন্দিয়া জানিয়েছে
প্রতিশ্রুতির জালে বন্দি উন্নয়ন: স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে এই ব্রিজ নির্মাণের জন্য সরকারিভাবে বাজেট বরাদ্দ দেওয়া হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর মুখে কাজ শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন তা বন্ধ ছিল। সম্প্রতি স্থানীয়দের চাপের মুখে কাজ শুরু হওয়ার আভাস পাওয়া গেলেও নামমাত্র কিছু কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে গেছে।
বর্তমানে নির্মাণ স্থলে ঢালাই বা কাঠামো তৈরির কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। প্রতিদিন এই নড়বড়ে সাঁকো দিয়েই শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বৃদ্ধসহ শত শত মানুষকে যাতায়াত করতে হচ্ছে। হেসামুদ্দি বাজার ও দফাদার হাট বাজারের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ পথটি অচল হয়ে পড়ায় মালামাল পরিবহনে বড় ধরনের লোকসান গুনছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান “বাজেট আসার খবর শুনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখে যাওয়ায় আমাদের কষ্ট উল্টো বেড়েছে। এখন আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে।”
তারা আরও জানান, এই ব্রিজ দ্রুত সম্পন্ন করা না হলে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

