রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে নেত্রকোনা – ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী এক মতবিনিময় সভা করেছেন। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম,
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম সফিক, , সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,সহ উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
এমপি মোশতাক আহমেদ রুহী বলেন, দুর্গাপুর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি সাধারণ মানুষের সেবা দিতে এসেছি। দুর্গাপুরে কোনপ্রকার চাঁদাবাজী ও মাদকের সাথে যারা জড়িত আছে তাদের কোন ক্ষমা করা হবেনা। আসুন সবাই মিলে একসাথে কাজ করে এ আসনকে এগিয়ে নেই।