ঢাকাMonday , 21 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক।

    দেশ চ্যানেল
    October 21, 2024 5:12 pm
    Link Copied!

     মুন্না ইসলাম আগুন দুর্গাপুর(রাজশাহী) সংবাদদাতা:

    রাজশাহীর দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম রাজু আহমেদ। তিনি দৈনিক কালবেলা পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি।

    সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাওকান্দি বাজারে এ ঘটনা ঘঠে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ।

    এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ এর নেতৃবৃন্দ।

    সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সংবাদ সংগ্রহে বাধা দান স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। পেশাগত দায়িত্ব পালনে এমন সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন তারা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

     

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাওকান্দি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঞ্চলিক বিএনপির অফিস উদ্বোধন করা হবে এবং সেখানে দু’পক্ষের সংঘর্ষের আসংখা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক রাজু আহমেদ ও ঘটনার বক্তব্য মোবাইলের ক্যামেরায় ধারণ করছিলেন। এ সময় স্থানীয় সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম এর নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত অকথ্য ভাষায় গালাগালি করে মোবাইল ছিনিয়ে নিয়ে নেয় ও শারিরীকভাবে লাঞ্ছিত করে ও রাজু আহমেদ’কে এলোপাতাড়ি মারধোর করে।

    হামলার শিকার সাংবাদিক রাজু আহমেদ জানান, বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে খায়রুল মেম্বারের অনুসারীরা আমার উপর অর্তকিত হামলা চালায়। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

    অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

    দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, বিষয়টি আমার জানা নেই তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST