দুর্গাপুরে ১৬৩ বোতল ভারতীয় মদ, আটক চালক

Spread the love

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে রোগী বহনকারী এম্বুল্যান্সে করে মাদক পাচারকালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে দুর্গাপুর পৌরসভার খরস এলাকায় অভিযানে এসব মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৪২)। তিনি দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার মো.আব্দুল গনি মিয়ার ছেলে।

পুলিশ জানায়,বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১-২৯০১) এর ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যান। এ-সময় এম্বুল্যান্স চালককে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান,এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *