উপজেলা প্রতিনিধি, দুর্গাপুর, নেত্রকোনা।
নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর পুলিশ সদস্য (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত রবিবার (১২জানুয়ারি) দিন ব্যাপী অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে দুজনকে আটক করে পিবিআই। গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের পুত্র মো. বাকি বিল্লাহ (২৬)।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান,পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জামালপুরে কর্মরত ছিলেন এসআই শফিকুল ইসলাম। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি নিজ বাসায় এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাগিচাপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহল সংলগ্ন একটি গলি সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন জায়গা জখম করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
মৃত পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম দুই সন্তানের পিতা, তার বাড়ি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
পি বি আই এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান বাকি আর আসামীদেরকেও দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।