মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
সারা দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। এসময় সাম্মী আহম্মেদ বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনী যেভাবে হত্যাযঙ্গ চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশে বিএনপি জামায়াত একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহেব হোসেন সরদার, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সৈয়দ মনির, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাঁন মোহাম্মদ রিয়াদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, কৃষক লীগ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর চন্দ্র দে, সাধারণ সম্পাদক এইচ এম নোমান, শ্রমিক লীগে মেহেন্দিগঞ্জ উপজেলার আহবায়ক শাহে আলম বাঘা, যুগ্ম আহবায়ক পান্নু রাঢ়ী, ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চুন্নু, উলানিয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মোল্লা, উলানিয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মিলন চৌধুরী, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বেল্লাল মোল্লা, আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পিসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও চর এককরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মকিম তালুকদার।