হাফিজ সেলিম আহমদ,সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার:
দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি বদরুল হাসানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় দোয়ারাবাজার থানা কমপ্লেক্স ভবনে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক।
মতবিনিময় সভায় ছাতক দোয়ারাবাজার সার্কেল এসপি রণজয় চন্দ্র মল্লিক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সহজ হবে।’
নবাগত ওসি বদরুল হাসান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।’ সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মাদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া। আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্ঠা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু সালেহ মোঃ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রচার সম্পাদক,হাফিজ সেলিম আহমদ,
অর্থ সম্পাদক আশিস রহমান, সাংবাদিক আবু বকর প্রমুখ।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                