ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে অংশগ্রহণ করছেন যারা

দেশ চ্যানেল
January 6, 2024 8:54 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

গত ১৫ই নভেম্বর (বুধবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল (৭ই জানুয়ারী) রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।গত ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকার ভোটারদের কাছে পোস্টার,লিফলেট,মাইকিং,উঠান বৈঠক,গণসংযোগসহ নানাভাবে প্রচারণায় নামে মানিকগঞ্জের প্রার্থীরা।

মানিকগঞ্জ-১,২ ও ৩ নিয়ে গঠিত মানিকগঞ্জ এর নির্বাচনী এলাকার তিনটি আসনে ভোটের মাঠে লড়াই করছেন ১৯জন প্রার্থী।

ঘিওর-দৌলতপুর-শিবালয় নিয়ে গঠিত ১৬৮ নং মানিকগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৬,৯৯৭ জন।মোট প্রার্থী সংখ্যা চার(৪)জন।

সালাউদ্দিন মাহমুদ (স্বতন্ত্র-ঈগল),জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি-লাঙ্গল),মোনায়েম খান (জাতীয়তাবাদী আন্দোলন,বিএনএম-নোঙ্গর),মোহাম্মদ শাজাহান খান (গণফ্রন্ট-মাছ)।

১৬৯নং আসন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৫,৯৯৪ জন।এই আসনে মোট প্রার্থী ১০ জন।

মমতাজ বেগম(আওয়ামিলীগ- নৌকা),দেওয়ান জাহিদ আহমেদ (স্বতন্ত্র-ট্রাক),সাহাব উদ্দিন আহমেদ আহমেদ (স্বতন্ত্র-ঈগল),মুশফিকুর রহমান খান (স্বতন্ত্র-কেটলি),ইকবাল হোসেন (জাতীয়তাবাদী আন্দোলন,বিএনএম-নোঙ্গর),দেওয়ান সফিউল আরেফিন (স্বতন্ত্র-মোড়া),ফেরদৌস আহমেদ আসিফ (তরিকত ফেডারেশন-ফুলের মালা), জাকির হোসেন (বাংলাদেশ কংগ্রেস-ডাব), নাহিদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা),তানভির হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা) ।

আসন নং ১৭০ মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫৮,৪৬১ জন।মোট প্রার্থী সংখ্যা ৫জন।

জাহিদ মালেক (আওয়ামী লীগ- নৌকা),মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম- উদীয়মান সূর্য),এ খালেক দেওয়ান (জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম),মোয়াজ্জেম হোসেন খান মজলিস (তৃণমূল বিএনপি-সোনালী আশ),হাবিব উল্লাহ (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা) ।

আগামীকাল নির্বাচনে ভোটের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। ইতমধ্যে তিনটি আসনের কেন্দ্রগুলোতে পৌছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST