মোঃ আতিকুর রহমান আজাদ,
মাদারীপুর প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (সদরের আংশিক-কালকিনি-ডাসার) আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন। আজ বুধবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করে যাব, জনগণের দুঃখ-দুর্দশার পাশে থাকবো। সম্প্রতি মাদারীপুর ৩ আসনের বিভিন্ন এলাকায় রিকশা-ভ্যান ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাহায্য-সহযোগিতা এবং অসহায় মানুষদের মাঝে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করে আসছি। তৃণমূল পর্যায়ের হতদরিদ্র ও গরীব মানুষদের নগদ অর্থ বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালকিনি পৌরসভাসহ উপজেলার ১০টি ও ডাসারের ৫টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ২২৩ জন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, কেন্দ্রীয় উপকমিটির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, মাদারীপুর পৌর আ.লীগের সহসভাপতি জসিম উদ্দিন ভুইয়া,জেলা কৃষক লীগের সহসভাপতি মিজানুর রহমান মিন্টু প্রমুখ।