ঢাকাFriday , 15 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দ্রুত গ্রেফতার হলো লিটন হত্যার মুল আসামি , লোহাগড়া পুলিশের হাতে

    দেশ চ্যানেল
    September 15, 2023 10:47 pm
    Link Copied!

    সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি নড়াইল

    নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাটে সাহা মিষ্টির দোকানের নীচে অজ্ঞাত লাশের হত্যাকারি জাকির হোসেনকে লোহাগড়া থানা পুলিশ গ্রেফতার করছে।

    পুলিশ সুত্রে জানাগেছে
    ভাঙ্গারি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে লিটন হোসেন (৪১) নামের এক ব্যক্তি গত ২৯ আগষ্ট – তারিখ হতে ০১ সেপ্টেম্বর তারিখের মধ্যে যেকোন সময় হত্যা করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নিজদেবপুর গ্রামের মুজিবর রহমান ঢালীর ছেলে। ঘটনার দিন আসামি জাকির হোসেন মোল্যা ও ভিকটিম লিটন হোসেনের মধ্যে ভাঙ্গারি বিক্রির স্বল্প টাকার ভাগাভাগি নিয়ে নবগঙ্গা নদীর দক্ষিণপাড়ে সাহা মিষ্টির দোকানের নীচে অবস্থানকালে দুজনের মাঝে বাক বিতন্ডের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামী মোঃ জাকির হোসেন মোল্যা ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে আসামীর কাছে থাকা চাকু দিয়ে ভিকটিমের পেটে কুপিয়ে গুরুতর জখম করলে উক্ত স্থানেই লিটন হোসেন মৃত্যুবরণ করে। ভিকটিমকে ঘটনাস্থলে রেখে আসামী চলে যায়।

    ০২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। সাতক্ষীরা জেলার কালিগন্জ থানার নিজদেবপুর গ্রামের মেম্বার এর মাধ্যমে পুলিশ ভিকটিমের পরিবারকে খবর দিলে তার পিতা-মাতা এসে সন্তানের পরিচয় সনাক্ত করে এবং লোহাগড়া থানায় একটি হত্যা মামলা রুজু করে।

    নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় লোহাগড়া থানা পুলিশ মামলার রহস্য উদঘাটনে তৎপর হয়ে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: নাসির উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ মামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে উক্ত হত্যা মামলার মূল আসামী মোঃ জাকির হোসেন মোল্যাকে লোহাগড়া উপজেলা গেট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামি জাকির হোসেন লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার আসামি মোঃ জাকির হোসেন মোল্যাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। আসামির নামে লোহাগড়া থানায় পূর্বে একটি মামলা আছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST