ঢাকাThursday , 31 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফুঁসে উঠেছে অভিভাবক ও শিক্ষার্থীরা

দেশ চ্যানেল
August 31, 2023 2:21 pm
Link Copied!

মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরের রামপুর ইউপি’র কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার বানুর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী।
ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সমূহঃ
তিনি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কার করাতে বাধ্য করান।গরুর গোস্তো দিয়ে ভাত খেয়ে সেই প্লেট হিন্দু ধর্মের শিক্ষার্থীদের দিয়ে পরিস্কার করান।
মেয়াদোত্তীর্ণ বিস্কুট ছাত্র- ছাত্রীদের খাওয়ানো সহ আরো অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব ঘটনায় ফুঁসে উঠেছে অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী।৩১আগস্ট (বৃহস্পতিবার)বেলা ১২টায় ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, শতশত শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষিকার বিচারের দাবিতে বিক্ষোভ করছেন।এক পর্যায়ে প্রধান শিক্ষিকা অবরুদ্ধ হয়ে পড়েন।এসময় সংবাদকর্মীরা ওই প্রধান শিক্ষিকার মুখোমুখি হলে তিনি ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।
পরিস্থিতি আরো চরম আকার ধারণ করলে অবশেষে তিনি বাধ্য হন সকলের কাছে ক্ষমা চাইতে।

এরুপ পরিস্থিতিতে পুলিশ এসে ওই প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন।
সংবাদকর্মীদের কাছে পেয়ে সংবাদকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে আন্দোলনরত অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী দাবি জানান,এই প্রধান শিক্ষিকাকে যদি এই স্কুলে রাখা হয় তাহলে তারা তাদের সন্তানদের অন্যত্র ভর্তি করাবেন। পাশাপাশি তারা নৈশ্যপ্রহরী কাম দপ্তরিকেও অন্যত্র বদলির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST